উপায় একাউন্ট খোলার নিয়ম / উপায় ব্যালেন্স চেক কোড

Upay mobile banking: প্রিয় পাঠক কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়ায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আলোচনার মূল বিষয়টি হলো উপায় একাউন্ট খোলার নিয়ম আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে যায় নিতে পারবেন Upay account registration সম্পর্কে উপায় মোবাইল ব্যাংকিং বিস্তারিত তথ্য জানতে হলে আর্টিকেলটি সম্পূর্ণভাবে লক্ষ্য করুন।
উপায় একাউন্ট কোড | উপায় এজেন্ট রেজিস্ট্রেশন
প্রিয় পাঠক আপনি নিশ্চয় জানেন যে মোবাইল ব্যাংকিং এর মধ্যে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় Upay মোবাইল ব্যাংকিং হল ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠান যেটির মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে সেন্ড মানি এবং ক্যাশ আউট থেকে শুরু করে যাবতীয় লেনদেন করতে পারবেন।
*২৬৮# আপনি যদি নতুন উপায় একাউন্ট তৈরী করতে চান তাহলে এখানে আমি যে কোড দিয়েছি এটি আপনাকে ডায়াল করতে হবে এবং আপনি এই কোড ডায়াল করার মাধ্যমে আপনি উপায় একাউন্ট কন্ট্রোল করতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম | উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস
আপনি যদি বাটন মোবাইল দিয়ে নতুন উপায় অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *268# এর পর আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে খুব সহজে বাটন Upay UCB মোবাইল ব্যাংকিং একাউন্ট তৈরী করতে পারবেন।
উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম | উপায় account – উপায় অ্যাপ
এখন আমি আপনাকে দেখিয়ে দেবো উপায় অ্যাপের মাধ্যমে যদি তুমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে প্রথমত তোমাকে উপায় অ্যাপস টি ডাউনলোড করে নিতে হবে।
UCB Bank mobile banking | Upay Account – উপায় দিয়ে একাউন্ট খোলার নিয়ম?
#১. প্রথমত আপনাকে upay apps ওপেন করতে হবে।
#২. লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি বাটন দেখতে পাবেন এখানে আপনাকে রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করতে হবে।
#৩. এখন আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ( রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীন, টেলিটক ) এরপর পরবর্তী স্টেপ এ ক্লিক করুন।
#৪. এখন আপনার এনআইডি কার্ডের সামনের ছবি তুলে আপলোড করতে হবে এবং পিছনের ছবিও তুলে আপলোড করতে হবে।
#৫. উপায় একাউন্টের পিন কোড দিতে হবে।
#৬. এখন উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।
উপায় একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম? Upay Send Money
উপায় অ্যাকাউন্ট থেকে আপনি যদি অন্য কাউকে টাকা পাঠাতে চান কিংবা সেন্ড মানি করতে চান তাহলে আপনাকে উপায় অ্যাপস টি ওপেন করতে হবে।
এরপর আপনি উপায় একাউন্ট লগইন করে সেন্ড মানি অপশনে ক্লিক করুন।
এরপর আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বার দিন।
এখন আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্ট উল্লেখ করুন।
উপায় একাউন্টের পিন কোড দিয়ে টাইপ করে ধরে রাখুন।
উপায় অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম? – Upay Cash out
আপনি যদি উপায় অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে চান সে ক্ষেত্রে কিভাবে করবেন এখন এই নিয়মটি দেখিয়ে দেওয়া হবে।
উপায় একাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম? প্রথমত আপনাকে উপায় অ্যাকাউন্ট লগইন করতে হবে এরপর ক্যাশ আউট নামের অপশনটিতে ক্লিক করতে হবে।
উপায় চেক নাম্বার কিংবা আপনি উপায় মার্চেন্ট একাউন্ট এর নাম্বার দেন।
এখন আপনি উপায় একাউন্টের পিন কোড দিয়ে চেক করে ধরে রাখুন কত টাকা পাঠাবেন এই এমাউন্ট উল্লেখ করে।
উপায় মোবাইল ব্যাংকিং | উপায় app এর সুবিধা
প্রিয় পাঠক আপনি যদি উপায় অ্যাকাউন্ট তৈরি করেন এবং উপায় মোবাইল ব্যাংকিং এর যে সুযোগ সুবিধা গুলো রয়েছে এই সম্পর্কে জানতে চান আমি মোটামুটি আর্টিকেল এরমধ্যে সকল বিষয়গুলো শেয়ার করেছি।
যদি আপনিও উপায় একাউন্ট নিয়ে কোনো রকম সমস্যায় ভুগে থাকেন অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এছাড়া বাংলাদেশের মধ্যে যে অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলো রয়েছে সেগুলি সম্পর্কে জানতে আমাদের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ।