স্যামসাং অফিসিয়াল ফোন চেনার উপায় | স্যামসাং অরিজিনাল

প্রিয় পাঠক কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়ায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি এটি তোমাদের খুবই ভালো লাগবে বলে আমি আশা করি আজকের আলোচনার মূল বিষয়টি হলো স্যামসাং অফিসিয়াল ফোন চেনার উপায় যদি আপনি বিস্তারিত বিষয়গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত লক্ষ করুন।
আসল স্যামসাং ফোন চেনার উপায় | স্যামসাং মোবাইল টিপস
প্রিয় পাঠক আপনি যদি এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত লক্ষ করেন তাহলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার হাতে যে ডিভাইসটির রয়েছে এটি যদি স্যামসাং কোম্পানির হয়ে থাকে তাহলে এটি আসল কিংবা নকল বিষয়টি সহজে জানতে পারবেন।
স্যামসাং আসল মোবাইল চেনার উপায় | how to set Samsung original phone
চলুন এখন আমরা আপনাকে দেখিয়ে দিয়ে কিভাবে আপনি স্যামসাং মোবাইল অরিজিনাল কিনা তা দেখে নিবেন আপনার বোঝার সুবিধার্থে আমি নিচে বেশকিছু স্টেপ শেয়ার করবো এগুলো আপনাকে মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে।
১. আপনি যদি স্যামসাং মোবাইল অরজিনাল কিনা চেক করতে চান তাহলে Samsung Phone IMEI Check এখানে ক্লিক করতে হবে।
২. এরপর আপনাকে ডায়াল করতে হবে *#06#
৩. এরপর আপনার স্যামসাং মোবাইলে যে আইএমইআই কোড করেছে এটি আপনাকে কোথাও লিখে রাখতে হবে কিংবা কপি করতে হবে।
৪. আমি যে ওয়েবসাইট শেয়ার করেছি উপরে এই সাইট এ আপনি যখন ভিজিট করবেন তখন একটি খালি বক্স দেখতে পাবেন এখানে স্যামসাং মোবাইলের আইএমইআই কোড দিতে হবে।
৫. এরপর আপনি এন্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্যামসাং মোবাইল যদি ওরজিনাল কিংবা আসল হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি স্যামসাং কোম্পানির মোবাইলের সব কিছু ইনফরমেশন দেখে নিতে পারবেন।
৬. যদি আপনার স্যামসাং মোবাইল নকল হয়ে থাকে তাহলে আপনার এই ইনফর্মেশন গুলো দেখতে পাবেন না তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার স্যামসাং মোবাইল কি অরিজিনাল না।
প্রিয় পাঠক আমি তোমাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করেছে এই আর্টিকেলের মাধ্যমে এভাবে করে আপনি খুব সহজেই স্যামসাং আসল মোবাইল চিনে নিতে পারবেন।
স্যামসাং অফিসিয়াল ফোন চেনার উপায় আপনি যদি অন্যান্য মোবাইলের বিষয়ে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন কিংবা মোবাইল সম্পর্কে টিপস অন্ড ট্রিক সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকবেন আজকে ভালো থাকুন আগামী পর্বে আরো বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে ধন্যবাদ।