ছুটির আবেদন পত্র | আবেদন পত্র লিখন – আবেদন পত্র pdf

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়া ও ভালবাসায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি তোমাদের খুবই ভালো লাগলো বলে আমি মনে করি আজকের আলোচনার বিষয় হচ্ছে আবেদনপত্র আপনি যদি যেকোনো আবেদন পত্র pdf ডাউনলোড করতে চান তাহলে এটি আপনার জন্য হবে অনেক গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল জানতে দেখুন।
ব্যাংকে আবেদন পত্র লেখার নিয়ম
ব্যাংকে যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আবেদন পত্র লিখবেন এটি আমি সুন্দরভাবে আপনার বোঝার সুবিধার্থে নিচে দেশি আপনি এটির কপি করে এখান থেকে আপনার ইনফরমেশন গুলো যোগ করবন।
তারিখ- / /২০২১ খ্রি.
বরাবর
ম্যানেজার
ব্যাংক লিমিটেড
ব্যাংকের নাম দিতে হবে
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ### আমার আপনার ব্যাংকে %%% হিসাব রয়েছে, যার নম্বর অ্যাকাউন্ট নাম্বার দিন। আমার ব্যক্তিগত/অর্থনৈতিক প্রয়োজনে হিসাবটি বন্ধ করা প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার একাউন্টটি বন্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে আপনার মর্জি হয়।
বিনীত
এখানে আপনার নাম দিন।
ইংরেজিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম
ইংলিশে কিভাবে দরখাস্ত লিখতে হয় আপনি যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও দিচ্ছি আপনি এই ভিডিওটি দেখে খুব সহজে ইংরেজিতে আবেদনপত্র লিখতে পারবেন।
স্কুলে চাকরির জন্য আবেদন পত্র
১৩ জুলাই ২০২০
মাননীয়
প্রধান শিক্ষক
ভূরুঙ্গামারী পাইলট হাইস্কুল
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়ােগের জন্য আবেদন।
জনাব,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, গত ৩০ জুন ২০১৭ তারিখের ‘দৈনিক প্রথম আলোে’-এ প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার স্কুলে একজন সহকারী শিক্ষক নিয়ােগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার শিক্ষাগত যােগ্যতাসহ যাবতীয় বিবরণ উল্লেখ করা হলাে :
ব্যক্তিগত তথ্য :
নাম : জোনাইদুল ইসলাম।
পিতার নাম : মোহাম্মদ হোসেন।
মাতার নাম : মিনা বেগম।
জন্ম তারিখ : ১৫ নভেম্বর ১৯৭৬।
জাতীয়তা : বাংলাদেশি।
ধর্ম : ইসলাম।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
বর্তমান ঠিকানা : ৭, চরম্বা, নোয়ার বিলা ১১, ঢাকা।
স্থায়ী ঠিকানা : গ্রাম : চরম্বা, পাে: + থানা : সাতকানিয়া, জেলা : চট্রগ্রাম।
শিক্ষাগত যােগ্যতা :

অভিজ্ঞতা :
একটি জনিয়র হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে গত তিন বছর যাবৎ শিক্ষকতা করে আসছি।
অতএব উপযুক্ত যােগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব ।
বিনীত
জোনাইদুল ইসলাম।
ভর্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
আপনি যদি কোন স্কুল ইউনিভার্সিটি কিংবা কলেজে ভর্তি হতে চান তাহলে কিভাবে আপনি আবেদন পত্র লিখবেন এ বিষয়টি জানতে দেখুন।
বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন
আপনি যদি কোন কোম্পানির কাছে চাকরি করতে চান তাহলে কিভাবে কোম্পানির কাছে আবেদন পত্র লিখবেন এ বিষয়টি যদি না যায় থাকেন তাহলে দেখুন কিভাবে আবেদনপত্র লিখতে হয় চাকরির জন্য।
ছুটির আবেদন পত্র | মার্কশিট তোলার জন্য আবেদনপত্র
প্রিয় বন্ধুরা আমি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি যতটুক সম্ভব চেষ্টা করেছি আবেদনপত্র সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এছাড়া আপনি যদি আরো বিভিন্ন আবেদনপত্র সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকুন আজকে তুমি ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।