সিভি লেখার নিয়ম / Kivabe cv likhbo

সিভি লেখার নিয়ম বিয়ের পাত্র আমি নিজে আর্জেন্ট যারা বিয়ে করতে আগ্রহী শুধু তারা এপ্লাই করবেন।।
- ১. নাম : জোনাইদুল ইসলাম
- ২. এডুকেশন : একজন হাফেজ + আলিম পর্যন্ত
- ৩. কোয়ালিফিকেশন : ফ্রিল্যান্সার, ওয়েব ডেভলপার, গুগোল পার্টনারশিপ বিজনেস, ফেসবুক পাটনারশিপ বিজনেস, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি ইত্যাদি।
- ৪. লিভিং : চট্টগ্রাম শহরের একদম মেইন টাউনে।
- ৫. ছবিটি যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমনি।
- ৬. পছন্দের কোনো শেষ নেই যেটি ভালো লাগলে সেটি আমার পছন্দ।
- ৭. খাওয়া-দাওয়া নিয়ে কোন আপত্তি নাই সবচেয়ে বেশি ভালোবাসি ডাল আলু ভর্তা সবজি এবং ভর্তা জাতীয় যা কিছু আছে।
……….পাত্রী কাছে চাওয়া পাওয়া….
- ১. শ্যামল, সুন্দর, কোন সমস্যা নেই দেখতে একটু ভালো হলেই চলবে।
- ২. পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
- ৩. বাড়াবাড়ি আমি পছন্দ করি না তবে এটি কোনোভাবেই চলবে না এবং করতে পারবে না।
- ৪. সুন্দর ব্যবহার করতে হবে।
- ৫. এসএসসি পাস কিংবা এর উপরে কোন সমস্যা নাই।
- ৬. আমি যে কাজগুলো করি এ ধরনের কাজ করে সম্পর্কে আইডিয়া থাকলে ভালো হয় না থাকলেও সমস্যা নাই শিখে নিতে পারবে।
- ৭. অবশ্যই দৈনিক চা বানিয়ে খাওয়াতে হবে রুমে গ্যাস রয়েছে এতে কোন সমস্যা নেই।
- ৮. বাংলাদেশের যে কোন স্থান থেকে করতে আগ্রহী তবে চট্টগ্রামের হলে সবচেয়ে ভালো হয়।
- ৯. আমার কথা মত চললে সে যা চাইবে তা দেওয়া হবে।
- ১০. যৌতুক হিসেবে এক টাকাও আমার চাওয়া পাওয়া নেই উপরে যে বিষয়গুলো বলেছি এগুলো যার ভিতরে রয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে ম্যাসেজ করতে পারেন।
দয়া করে কেউ খারাপ ভাবে নিবেন না আর্জেন্ট যারা বিয়ে করতে আগ্রহী শুধু তারা মেসেজ করুন।
CV লেখার সঠিক নিয়ম / কিভাবে নিজের সিভি-CV টি লিখবেন জেনে নিন
প্রিয় বন্ধুরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের সিভি লেখার প্রয়োজন হয়ে পড়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোন ধরনের কষ্ট ছাড়াই সিভি লিখতে পারেন।
তার জন্য এমন কিছু সফটওয়্যার হয়েছে যে সফটওয়ারের সাহায্যে তুমি সিভি লেখার আইডিয়া গুলো পেয়ে যাবে এবং যেকোনো ধরনের সিভি লেখার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে তৈরি করে নিতে পারবেন।
সিভি লেখার নিয়ম ও ফরমেট – How to write cv?
সঠিক নিয়মে যেকোনো ধরনের সিভি লেখার জন্য যে অ্যাপসটি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা কিভাবে ডাউনলোড করে সেটি দেখিয়ে দিচ্ছে।
- প্রথমে এখানে ক্লিক করুন,
- এখন গুগল প্লে স্টোরে নিয়ে যাবে,
- ইনস্টল বাটন দেখবেন ওখানে ক্লিক করুন,
- যখন আপনি অ্যাপটি ওপেন করবেন দেখতে পাবেন
Kivabe cv likhbo | অনলাইনে সিভি তৈরি
সিভি ডাউনলোড এই অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন আপনি সকল সিভি ফরমেট গুলো দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে খুব সহজে যেকোনো ধরনের সিভি লিখে নিতে পারবেন।
প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে সিভি লেখার জন্য যে টিপসটি শেয়ার করেছি এবং যে অ্যাপসটি শেয়ার করেছি এ সম্পর্কে এটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহিত করবেন এছাড়া আপনি যদি আরো নিত্যনতুন বিষয়গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ।